সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিএডিসি মাঠে এ ঘটনা ঘটে। এ সময় মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও একাধিক সূত্র জানা গেছে, উপজেলার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র মোশারফ মিয়ার নেতৃত্বে ওই সম্মেলন শুরু হয়। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে এসে কেন্দ্রীয় নেতাদের ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা বসার চেয়ার হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন। এ সময় পুলিশ এসে নেতাদের মঞ্চে থেকে নামিয়ে নিয়ে যান।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য