পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ভাসছে। দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনবেন। অহেতুক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় আসা যায় না।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডলে হিসেবে তুলে ধরতে চান। সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং তিনি সফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। দেশের মানুষের প্রতি তার ভালোবাসা অপরিসীম।
তিনি বলেন, এখন ঘরে ঘরে বিদ্যুৎ। খাদ্যের অভাব ছিল, এখন সেটি নেই। সব কথার শেষ কথা প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন যা অতীতের কোনো সরকার পারেনি।
মন্তব্য