ইসরাইলি ট্যাঙ্কের আঘাতে ২ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্ব অংশে ইসরাইলি সেনাদের ট্যাঙ্কের হামলায় আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে দুই মাসের কম সময়ের মধ্যে ইসরাইলি সেনাদের হাতে ১৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরাইলি সেনারা রাফাহ শহরের কাছে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করে। এতে ২৫ বছর বয়সি হোসেইন আল আমর এবং ২৮ বছর বয়সি আব্দুল হালিম আল নাকা নামের দুই তরুণ নিহত হয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরাইলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের মালিকানাধীন একটি পর্যবেক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা সীমান্ত বেড়ার কাছে বোমা বিস্ফোরণ ঘটায় পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর সময় উচু ভবন থেকে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত একটি বড় পাথরের টুকরার আঘাতে আহত সেনা নিহত হয়।