সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এ উপলক্ষে সুনামগঞ্জে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটির বাংলাদেশি সমর্থকরা।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে জেলাশহরের বখত পয়েন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে সমর্থকরা আর্জেন্টিনার জার্সি পরে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা হাতে আনন্দ উল্লাস করেন। এ সময় পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে স্থান পাওয়ার পাশাপাশি কাতার বিশ্বকাপ অর্জনের প্রত্যাশা করেন মেসি ভক্তরা।

আর্জেন্টিনার সমর্থক দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, আর্জেন্টিনা পৃথিবীর অন্যতম শক্তিশালী ফুটবল দল। আমাদের বিশ্বাস আর্জেন্টিনা পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলতে স্থান পাবে। মেসি তার সেরাটা দেবে এবং এবারের বিশ্বকাপ তার হাতেই উঠবে।