আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামে 'আল্লাহু আকবার' বলে বন্দুকধারী গুলিবর্ষণ করে। এতে দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে পূর্ব বেলজিয়ামের লিজ শহরে একটি রেস্তোরাঁর কাছে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হওয়ার আগে একটি স্কুলের নারী পরিচ্ছন্নতাকর্মীকে জিম্মি করে। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছে। তবে হামলার পেছনে বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। খবর বিবিসি।
প্রথমে বন্দুকধারী ছুরি দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে পরে বন্দুক দিয়ে গুলি চালায়। এ সময় সড়কে গাড়ি দিয়ে যাওয়া এক বেসামরিক ব্যক্তিকে গুলি করে। পরে একটি স্কুলে আশ্রয় নিয়ে নারী পরিচ্ছন্নতাকর্মীকে জিম্মি করে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলার সময় বন্দুকধারী আরবিতে 'আল্লাহু আকবার' বলে আওয়াজ করে।
বেলজিয়ামের সম্প্রচারকারী আরটিবিএফ জানায়, বন্দুকধারী মাদক মামলায় জেল খেটে ছিল। হামলার একদিন আগে সোমবার জেল থেকে মুক্তি পেয়েছে।
মন্তব্য