সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তে আব্দুল্লাহ নামে পলাতক এক কয়লা চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে উপজেলার লালঘাট সীমান্ত গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আব্দুল্লাহ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট সীমান্ত গ্রামের আলাল মিয়ার ছেলে।
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানায়, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মামলার তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ গোলাম হক্কানীর নেতৃত্বে সোমবার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি টিম কয়লা চোরাচালান মামলায় দীর্ঘ দিন আত্মগোপনে থাকা পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গেল ৭ নভেম্বর ভোররাতে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লাবোঝাই ট্রলার নেত্রকোনার কলমাকান্দা নিয়ে যাবার সময় উপজেলার পাটলাই নদীর নৌপথে পুলিশ ৭ হাজার কেজি কয়লা ও ট্রলারসহ ছয় চোরাকারবারিকে গ্রেফতার করে।
ওই সময় ট্রলারে থাকা সীমান্তের পেশাদার কয়লা চোরাকারবারি আব্দুল্লাহসহ কয়েক চোরাকারবারি পালিয়ে যায়। এরপর পুলিশ বাদী হয়ে আব্দুল্লাহসহ ১২ চোরাকারবারির বিরুদ্ধে কয়লা চোরাচালান মামলা দায়ের করেন।
মন্তব্য