জগন্নাথপুরে শপথ নেওয়ার ২৫ দিন পর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন মারা গেছেন।

সোমবার দিবাগত রাত ১২টার পর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আকমল হোসেন সম্প্রতি অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১ ডিসেম্বর শপথ গ্রহণ করেন তিনি। এর আগে তিনি চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।