তাহিরপুরে ইয়াবা কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুরে মাসুক মিয়া নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বিট পৈলনপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মাসুক উপজেলার উওর বড়দল ইউনিয়নের পুরাতন মাহারাম গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।