সুনামগঞ্জের দোয়ারাবাজারে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটক তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে এক ছাত্রকে বহিষ্কার করেছে বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে ৩ জানুয়ারি উপজেলার দোহালিয়া ইউনিয়নস্থ প্রগতি স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে। বহিষ্কার হওয়া ছাত্র ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
বুধবার অধ্যক্ষ মো. আলী উছমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরিবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য