সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাঁক আটঘর গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন দিতে শুক্রবার এক মামলার আসামি আফজাল হোসেনের বাড়িতে গেলে ইলেকট্রনিক ডিভাইস ও সাদা পাউডার দেখতে পান। সন্দেহ হওয়ায় রোববার জগন্নাথপুর থানা পুলিশ বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ডিএমপি ঢাকা, এন্টি টেরোরিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে। এএসপি শুভাশিস ধর (জগন্নাথপুর সার্কেল) জানান, এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য