আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ (৪৪) দেশটির পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নিবেন। লাহোরে জাতীয় পরিষদের ১২০ নম্বর আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।
২০১৩ সালে তার বাবা নওয়াজ শরিফ এই আসন থেকেই জয় পেয়েছিলেন। এবার বাবার নির্বাচনী আসনেই লড়তে যাচ্ছেন মরিয়ম।
গত বছর দেশটির সর্বোচ্চ আদালত নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। এরপরই ওই আসন থেকে নওয়াজপত্নী কুলসুম নওয়াজ উপ-নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেন।
কুলসুম নওয়াজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তবে নির্বাচনে জয়লাভ করলেও ক্যান্সারের চিকিৎসার কারণে লন্ডন চলে যাওয়ায় আর শপথ নেওয়া হয়নি তার। ইতোমধ্যে মরিয়ম নওয়াজ ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
জানা গেছে, নওয়াজকন্যা মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে বিচার চলছে। তবে তার মনোনয়ন শেষ পর্যন্ত টিকবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এদিকে, মনোনয়ন ফরম কিনে নির্বাচনী লড়াইয়ে ইতোমধ্যে মাঠে নেমেছেন মরিয়ম।
মন্তব্য