আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ বেআইনিভাবে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে এলে পুলিশের গাড়ি আটকে পুলিশকে গাছে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষ।
সোমবার পুরুলিয়া বলরামপুরে এসে বিজেপি জনসভায় এমন নির্দেশনামূলক বক্তব্য দেন রাজ্য বিজেপি সভাপতি।
পুলিশের বিরুদ্ধে এ ধরনের বিতর্কিত মন্তব্যের পর থেকে সেখানে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।
অন্যদিকে সভায় উপস্থিত বিজেপির আরেক নেতা সায়ন্তন বসুও পিছিয়ে থাকেননি বিতর্কিত মন্তব্যের ক্ষেত্রে। তিনি প্রকাশ্যে পুলিশের থানা জ্বালিয়ে দেয়ার হুমকি দেন৷
তিনি আরও বলেন, ‘ত্রিলোচন ও দুলালের পর (যারা সম্প্রতি খুন হয়েছেন) এবার একটিও বিজেপি কর্মী খুন হলে বলরামপুর থানা জ্বালিয়ে দেব। এমনকি পুলিশ সুপারকে তার বাংলো থেকে টেনে বের করে ধরনা মঞ্চে নিয়ে আসব।
দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর বিতর্কিত বক্তব্যে ফের নতুন করে সরগরম হয় পুরুলিয়া। প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার জেরে নতুন করে বিতর্কের ঝড় রাজ্য-রাজনীতিতে৷
মন্তব্য