আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর নানগরহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত হয়েছেন।
শনিবার (১৬ জুন) এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।
এদিকে, তালেবান ও আফগান আর্মড ফোর্সের সদস্যরা ঘটনাস্থলের পাশেই অবস্থান করছিলেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
নানগরহর প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগয়ানি বোমা হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমাদের ফ্রন্টলাইনের কাছেই ঘটনাটি ঘটেছে। আমাদের কিছু সদস্য সেখানে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন। তারাও আহত হয়েছেন।
এর আগে ঈদ উপলক্ষে আফগান সরকার ও তালেবান যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
মন্তব্য