আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সমর্থকের ছদ্মবেশে রাশিয়ার ফুটবল স্টেডিয়াম কিংবা পর্যটনস্থলে আইএস জঙ্গিরা হামলা চালাতে পারে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন মেতে উঠেছে রাশিয়া, ঠিক সেই সময় এমন উদ্বেগের কথা জানালো মার্কিন স্বরাষ্ট্র দফতর।
মার্কিন পর্যটকদের উদ্দেশে জারি করা সতর্কবার্তায় তারা বলেছে, রাশিয়ায় যাওয়ার আগে ভেবে দেখুন। আর গেলেও সতর্ক থাকুন।
শনিবার ভিড়ের মধ্যে মস্কোর রেড স্কোয়ারে ট্যাক্সির ধাক্কায় আহত হয়েছেন অন্তত আটজন। যাদের মধ্যে দুজন মেক্সিকোর নাগরিক। এই ঘটনার পেছনেও জঙ্গিদের হাত রয়েছে কিনা- প্রাথমিকভাবে এমন সন্দেহ দানা বাঁধলেও রাশিয়ার পুলিশ তা নাকচ করেছে।
মস্কোসহ রাশিয়ার প্রধান শহরগুলোর রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইএস জঙ্গি সন্দেহে কালিনিনগ্রাদ থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা-এফএসবি।
এদিকে আইএস-এর প্রচার বিভাগের পক্ষ থেকে প্রকাশিত বেশ কয়েকটা ছবি হাতে পেয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা।
তাতে দেখানো হয়েছে- বিস্ফোরণে উড়িয়ে দেয়া হচ্ছে রাশিয়ার ফুটবল স্টেডিয়াম।
ওপরে লেখা, ‘সিরিয়ায় মুসলিম হত্যার মূল্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দিতেই হবে।’
সিরিয়ার জঙ্গিবিরোধী অভিযানে নেমে একের পর আইএস ঘাঁটি গুড়িয়ে দিয়েছে রাশিয়ার বিমানবাহিনী। এর বদলা নেয়ার জন্য মধ্যপ্রাচ্য থেকে এক দল জঙ্গি রাশিয়ায় ঢুকেছে বলে খবর পেয়েছেন মার্কিন গোয়েন্দারা।
তাদের আশঙ্কা, খবরে আসার জন্য বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের মঞ্চকে নিশানা করতেই পারে জঙ্গিরা। তাই সতর্ক থাকা দরকার। সূত্র : আনন্দবাজার
মন্তব্য