১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়ার ক্যাম্পে আটক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীর মধ্যে সাজা শেষে ১২ হাজার ৩৮০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত এদের নিজ দেশে ফেরত পাঠানো ৩১ মার্চ শুক্রবার এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে কোন দেশের কতজন তা বিবৃতিতে উল্লেখ করেননি। তবে এই সংখ্যার মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৭৪ জন মহিলা রয়েছেন বলে জানান তিনি।

রুসলিন বলেছেন, ৩০ মার্চ পর্যন্ত, মোট ২৭ হাজার ৫৭২ নিয়োগকর্তার মাধ্যমে তিন লাখ ২২ হাজার ১৮২ জন অভিবাসী ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশনে (আরটিকে) বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন। ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্ল্যান গত ৩১ ডিসেম্বরে শেষ হলেও গত ২৭ জানুয়ারি পুনরায় চালু করা হয়। যা চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।