বন্ধুর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন কলেজছাত্র, অতঃপর...

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্ধুর হয়ে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্র আটক হয়েছেন। এ সময় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রকৃত পরীক্ষার্থী আশ্রাফুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২২ মে) দুপুর ১২টায় সেনবাগ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ব্যবসায় শিক্ষা বিষয়ের পরীক্ষায় এ ঘটনা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের দক্ষিণ কাদরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান সামি (২০)। তিনি ফেনীর দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নাজমুন নাহার জানান, সোমবার দুপুরে এসএসসির পরীক্ষাকেন্দ্রে বন্ধুর হয়ে কলেজছাত্রের পরীক্ষা দেওয়ার সংবাদে সেখানে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাইকালে অভিযুক্ত তরুণ নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে সাজা দিয়ে পুলিশে দিয়ে প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার কসেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, সোমবার দুপুরে আসামি হাসিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।