অস্ট্রেলিয়ায় বিয়ের বাসে দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৫

অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। রোববার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দেশটির ওয়াইন অঞ্চলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, উত্তর অস্ট্রেলিয়ার সিডনির হান্টার ওয়াইন অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে কারণ অনেকের আহতদের হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসের বাকি যাত্রীরা প্রাণে বেঁচে যায়। তবে তাদেরও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি কোনো উদ্দেশ্যমূলক নাকি দুর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে।৫৮ বছর বয়সী বাস চালক এই ঘটনায় আহত হয়েছেন। তাকে পুলিশি হেফাজতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে অভিযুক্ত করা হতে পারে।স্থানীয় মেয়র জে সুয়াল বলেন, বাসটি ওয়াইন এস্টেটে অনুষ্ঠিত এক বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্র্যাসি চ্যাপম্যান জানান, বাসের যাত্রীরা একসঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তারা একসঙ্গে যাত্রা করেছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি যুক্ত ছিল না। পুলিশ সব যাত্রীকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, বাসটি কাত হয়ে পড়ে আছে।