মনোনয়ন দৌড়ে ট্রাম্পের পাল্লা ভারি!

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে চাওয়া বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। তবে এ ক্ষেত্রে সবার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক জরিপে এমনটিই দেবার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প তার বিরোধীদের তুলনায় অনেক এগিয়ে আছেন। জরিপ অনুসারে, ৮১ শতাংশ রিপাবলিকান ভোটার ট্রাম্পকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী করার পক্ষে। তারা মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রয়টার্স ও ইপসস পরিচালিত জরিপে দেখা গেছে, সাম্প্রতিক ঘটনাগুলো হোয়াইট হাউসে ফিরে আসার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের আশা এখনো বিলীন করতে পারেনি। এমনকি ট্রাম্পকে নিয়ে চলমান আইনি লড়াইও তার ভোটারদের প্রভাবিত করতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও অধিকাংশ রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সমালোচনা করেছেন। সংস্থাটির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তারা।

সংবাদ প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে যে, তাদের এমন অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি রিপাবলিকান পার্টির ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

এদিকে মঙ্গলবার মায়ামির ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনা সরকারি গোপন নথি নিজের কাছে রাখা সংক্রান্ত ৩৭টি অভিযোগের শুনানি শুরু হয়। তবে সেখানে ট্রাম্পের আইনজীবীরা তাকে নির্দোষ বলে দাবি করেছেন।