প্রতিরক্ষা সহায়তার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জেলেনস্কির

ইউক্রেনকে প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে সহায়তার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনেজেলেনস্কি জানান, জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স (জেইএফ) ঘোষণা করেছে, ১০ কোটি ডলার সমমূল্যের একটি শক্তিশালী প্যাকেজ সরবরাহ করা হবে কিয়েভের সহায়তায়। 

টুইট বার্তায় জেলেনস্কি লেখেন- যেহেতু রুশ বাহিনী দিন দিন ইউক্রেনের ওপর হামলা জোরদার করছে। সুতরাং ইউক্রেনের জন্য আরও বেশি প্রতিরক্ষা দরকার। 

ব্রিটিশ সরকারের বরাতে জানা গেছে, এ সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে রাডার, বন্দুক, গোলাবারুদসহ অন্যান্য সামরিক সরঞ্জাম। 

প্রসঙ্গত, জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স বা জেইএফ ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ডস, সুইডেন ও যুক্তরাজ্যের একটি জোট। 

জেইএফের পক্ষ থেকে যুক্তরাজ্য মঙ্গলবার ইউক্রেনের জন্য এ সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে। এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই কিয়েভে হামলা করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে শিশুসহ ১১ জনের প্রাণ গেছে।