তুরস্কে সমকামিদের মিছিল থেকে অর্ধশতাধিক গ্রেপ্তার, উত্তেজনা

তুরস্কের শহর ইস্তাম্বুলের এলজিবিটি বা সমকামী সম্প্রদায়ের প্রাইড মিছিল থেকে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমকামিরা একত্র হয়ে যখন মিছিল শুরুর পরিকল্পনা করছিল, তখনই তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সমকামিরা আগেই মিছিলের অনুমতি চেয়েছিল। কিন্তু প্রশাসন তাতে রাজি হয়নি। প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করে মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করে সমকামি অধিকারকর্মীরা। এরপরই অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বজুড়ে সমকামিদের অধিকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তুরস্কে সমকামিদের অধিকার হরণ নিয়ে প্রায়ই পশ্চিমাদের চাপের মুখে পড়তে হয় দেশটির রিসেপ তাইয়েফ এরদোগানের সরকারকে। এরদোগান সরকার সমকামিতার বিরোধী। এলজিবিটিকিউ আন্দোলনকে তারা গুরুত্ব দেয় না। সম্প্রতি তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তুরস্কের শহর ইস্তাম্বুলের এলজিবিটি বা সমকামী সম্প্রদায়ের প্রাইড মিছিল থেকে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমকামিরা একত্র হয়ে যখন মিছিল শুরুর পরিকল্পনা করছিল, তখনই তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সমকামিরা আগেই মিছিলের অনুমতি চেয়েছিল। কিন্তু প্রশাসন তাতে রাজি হয়নি। প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করে মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করে সমকামি অধিকারকর্মীরা। এরপরই অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিশ্বজুড়ে সমকামিদের অধিকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তুরস্কে সমকামিদের অধিকার হরণ নিয়ে প্রায়ই পশ্চিমাদের চাপের মুখে পড়তে হয় দেশটির রিসেপ তাইয়েফ এরদোগানের সরকারকে। এরদোগান সরকার সমকামিতার বিরোধী। এলজিবিটিকিউ আন্দোলনকে তারা গুরুত্ব দেয় না। সম্প্রতি তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরদোগান।