জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়কর হামলার পরিকল্পনা করছে ইউক্রেন— এমন অভিযোগই তুলেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ দাবি করেছপেসকভ বলেন, ‘পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কিয়েভ প্রশাসন বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে, যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।’
এই ক্রেমলিন মুখপাত্রের আরও দাবি করেন, ইউক্রেনের আনা অভিযোগ খণ্ডানোর জন্য সব প্রস্তুতি রাশিয়ার আছে।
এ সময় রাশিয়ার রাষ্ট্র পরিচালিত পরমাণু কোম্পানি রোসাটমের উপদেষ্টা রেনাত কারছা বলেন, রাশিয়া জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন।
তিনি বলেন, ‘আমরা সেখানে কেনো বিস্ফোরণ ঘটাতে যাব? এটা তো নির্বুদ্ধিতা।’
সূত্র: আলজাজিরা
মন্তব্য