জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন

আন্তর্জাতিক ডেস্ক :জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ দশমিক ৮ শতাংশ ভোটে জয় পেয়েছেন এমারসন নানদাগুয়া। গত সোমবার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে এমারসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী নেলসন চামিছা পেয়েছেন ৪৪ দশমকি ৩ ভাগ ভোট। জিম্বাবুয়ের এই নির্বাচনে মারাত্মক সহিংসতা ঘটেছে। বিরোধী দলের পক্ষ থেকে ভোট ডাকাতির অভিযোগ আনা হয়েছে। এমারসন তার রাজনৈতিক কূটকৌশলের জন্য জিম্বাবুয়েতে ‘কুমির’ নামে বহুল পরিচিত। গত বছরের নভেম্বরে রবার্ট মুগাবে সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিলে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট এমারসন ক্ষমতায় আসেন। রবার্ট মুগাবে একটানা ২০ বছর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ছিলেন। নির্বাচিত হওয়ার পর এমারসন এক টুইটার বার্তায় জিম্বাবুয়ের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, যদিও হতে পারে নির্বাচনের দ্বারা আমরা বিভক্ত হয়েছি তবে স্বপ্ন পূরণে আমরা একসঙ্গেই আছি। ৭৫ বছর বয়স্ক এমারসন বিদেশি বিনিয়োগ ও চাকরির বাজার সৃষ্টির প্রতিজ্ঞা করেছেন। ১৯৮০ সালে স্বাধীনতার পর থেকে এমারসনের দল জানুপিএফ দেশটি শাসন করছে। এবারের নির্বাচনে ২১০টি আসনের মধ্যে ১৪৫টি আসনে তারা জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিরোধী দল এমডিসি ৬৩টি আসনে জয়লাভ করেছে। তবে বিরোধী দল এই ফলাফল মিথ্যা হিসেবে আখ্যা দিয়েছে। সরকারি দল নিজেদের মতো ফল তৈরি করেছে বলে তারা অভিযোগ করে। অবশ্য এমারসন দলের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা এ বিষয়ে আদালতে আইনি লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছে।