বাখমুতে একদিনে ১ কিলোমিটার এগিয়েছে ইউক্রেন

সম্প্রতি ইউক্রেনের বাখমুত অঞ্চল দখল করে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা। তবে ওই অঞ্চলে ফের এগোনোর দাবি করেছে ইউক্রেন বাহিনী। বাখমুতের বেশ কয়েকটি এলাকা দখলেরও খবর দিয়েছে ইউক্রেএর আগে জুনের শুরুতে কিয়েভ জানিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে তারা পালটা আক্রামণ শুরু করেছে। ইউক্রেনীয় টিভিতে এক বক্তব্যে দেশটির পূর্বাঞ্চলের সামরিক কমান্ডার বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতিয়ি বলেন, প্রতিরক্ষা বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। শত্রুদের প্রতি চাপ প্রয়োগ করছে তারা। গতকাল তারা প্রায় এক কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।

ইউক্রেনের জেনারেল ওলেকসান্দার সিরিস্কি জানান, ইউক্রেনীয় সেনারা বাখমুতের দিকে অবিরত এগিয়ে যাচ্ছেন। 

তিনি দাবি করেন, বাখমুতের বেশ কিছু এলাকা ইউক্রেনের দখলে এসেছে। তবে এগুলোর ব্যপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।