স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার বিকল্প নাই: অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার বিকল্প নাই। আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর সময়ে বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের সর্বক্ষেত্রে চালু করতে খেলাঘর বহুকাল থেকেই দাবী করে আসছে। এখনকার সময়ে সে দাবী অগ্রগণ্য হিসেবে প্রাধান্য পেয়েছশিক্ষার সাথে সুস্থ বিনোদনের প্রয়োজন। শিশু কিশোরদের প্রাণবন্ত জীবন গঠনের লক্ষ্যে বইপড়া, সুস্থ সংস্কৃতি চর্চা করা একান্ত প্রয়োজবাংলাদেশের প্রাচীনতম শিশু-কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসরের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি এ কথাগুলো বলেন।গত ১৪ জুলাই শুক্রবার সংগঠনের সভাপতি দীনবন্ধু পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ ছড়াকার সন্তু চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন সুরমা খেলাঘর আসরের সাবেক সভাপতি রবীন্দ্র ভট্টাচার্য, সাবেক সভাপতি ছড়াকার কনোজ চক্রবর্তী বুলবুল, সাবেক সভাপতি ছড়াকার পরিতোষ বাবলু, মুক্তমন খেলাঘর আসরের সভাপতি ও খেলাঘর সিলেট জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিধান দেব চয়ন, শামীমা আক্তার ঝিনু, সৈয়দা সুরাইয়া জামান, কবি মাসুদা সিদ্দিকা রুহী, শতাক্ষী চক্রবর্তী কৃষ্টি, সাংবাদিক এমরান ফয়সল, আলোকচিত্রী নিকেশ দাশ, সুদীপ্তা দাস পৌষী, অপর্ণা সরকার, শর্মিষ্ঠা রায়, স্নেহা রায়, রোহিত দাস কর্ণ প্রমূখ। সভা শেষে খেলাঘরের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জন্মদিনের কেক কাটা হয়। বিজ্ঞপ্তি