ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার সর্বশেষ অবস্থা ভাল বলে জানিয়েছেন তিনি নিজেই। তীব্র গরমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সবচেয়ে বেশি সময় ইসরাইল শাসন করা নেতাইসরাইলি চ্যানেল টুয়েলভ ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার তীব্র দাবদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও নেতানিয়াহু বলেছেন, তিনি সুস্থ আছেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রীকে সেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটি তার বাড়ির কাছেই। তিনি সেখানে সারা রাত থাকবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। ওই ভিডিওতে নেতানিয়াহু বলেন, তিনি গত শুক্রবার গ্যালিল সাগরে অবকাশযাপনে গিয়েছিলেন। সেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ওই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন।
নেতানিয়াহু বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি ভালো বোধ করছি।
এ সময় সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সবাইকে বেশি বেশি পানি পান করতে বলেন তিহু।
মন্তব্য