যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। খবর সিএনএনের

হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার বলেছেন, নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তবে পরিবারগুলোর নিরাপত্তার স্বার্থে নিহতদের নাম প্রকাশ করা হচ্ছে না।গুলিবর্ষণের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।’প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায় এবং তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অভিযুক্ত এই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা বলে জানানো হয়।

হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেট বলেছেন, হত্যার অভিযোগে লংমোরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি লংমোরকে সম্বোধন করে তিনি বলেন, ‘আপনি যেখানেই থাকুন, গর্তের ভেতর থাকলেও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করব।’