ইউয়ানের পতন ঠেকাতে ডলার বিক্রি করছে চীন!

ইউয়ান কেনার জন্য অফশোর স্পট মার্কেটে ডলার বিক্রি করছে চীনের প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি। খবর রয়টার্সেএকটি সূত্র জানিয়েছে, ইউয়ান পতনের গতি কমানোর জন্যই এসব রাষ্ট্রীয় ব্যাংকগুলো ডলার বিক্রি করছে। 

বৃহস্পতিবার চীনের কেন্দ্রীয় ব্যাংকও একটি আন্তঃসীমান্ত অর্থায়নের নিয়ম শিথিল করার ঘোষণা দিয়েছে, যা দেশীয় সংস্থাগুলোর জন্য বিদেশী বাজার থেকে তহবিল সংগ্রহ করা সহজ করবে এবং ইউয়ান মুদ্রার অবমূল্যায়নের চাপ কমাবে। 

অফশোর মার্কেটে ইউয়ান একই রকম ঊর্ধ্বমুখী ধারা অনুসরণ করে। কিন্তু এটি এখন গত বছরের একই সময়ে ডলারের তুলনায় বছরে প্রায় ৪ শতাংশ কম, যা ২০২৩ সালে এসে সবচেয়ে খারাপ পারফরম্যান্সকারী এশিয়ান মুদ্রাগুলোর মধ্যে একটি করে তুলেছে।