আশুরার দিন রোজা রাখলে এক বছরের সগিরাহ গোনাহ মাফের আশা করেছেন স্বয়ং বিশ্বনবি (সা.)হাদিসের বর্ণনায় এসেছে-হজরত আবু কাতাদাহ (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন, আশুরার দিনের রোজার দ্বারা আমি আল্লাহর কাছে বিগত বছরের গুনাহ মাফের আশা রাখি।’ (মুসলিম, তিরমিজি)।
আশুরার রোজা রাখার পদ্ধতিও ঘোষণা করেছেন বিশ্বনবি। হাদিসে এসেছে-রাসূল (সা.) ইরশাদ করেছেন, তোমরা আশুরার রোজা রাখ; ইয়াহুদিদের মতো নয়; আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখ।’ (মুসনাদে আহমাদ)।
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, যখন রাসূল (সা.) মদিনাতে এলেন তখন ইয়াহুদিরা আশুরার দিন রোজা রাখতেন।
তারা জানল, এ দিন মুসা (আ.) ফেরাউনের ওপর বিজয় লাভ করেছিলেন। তখন নবি (সা.) তার সাহাবিদের বললেন, মুসা (আ.) সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার দিক থেকে তাদের চেয়ে তোমরাই অধিক হকদার। কাজেই তোমরা (আশুরার দিন)
রোজা রাখ।’ (বুখারি)
।
মন্তব্য