”নীল আমার দৃষ্টি”

ছবি প্রতিকী

নীল আমার দৃষ্টি

নীল আমার দৃষ্টি, দেখি কত সৃষ্টি,

অপরূপ বাহারে, ঝরে পড়ে বৃষ্টি!

গগন বিদুরী খুলে, রই আমি চেয়ে,

সুর তুলে বাউল, যায় গান গেয়ে!

মুগ্ধ মনে অপলক, দৃষ্টিতে এঁকে ,

দূর সীমানায়, নীলিমার রং মেখে!

দিবালোকে চলছে, রংবেরঙের খেলা,

বুঝা বড় দায়, ধরতে তাদের মেলা!

নীল দৃষ্টি খুলে, রই আমি আনমনে,

মুখোশ পরে থাকে তারা, মোদেরই সনে!

সুযোগ বুঝে, হাসিল করে স্বার্থগুলো,

ধনে মনে এঁকে দিয়ে, করে সব ধুলো !

নীল দৃষ্টির পরশ মেখে, যখনই চেয়ে রই,

মুখোশের ভিড়ে, অজানা সব তথ্য লই!

কলমের আঁচর কেটে, বলি শোনো ,

চলবে না এখানে, বিরম্বনার কোনো !

দেখে দেখে ধরে তাদের, খুলে দেই মুখোশ,

নীল নীলিমার দৃষ্টি, কখনো হয় না বেহুশ!

নীলিমার দৃষ্টি, সর্বক্ষেত্রে থেকে, মারে টান,

সত্য ন্যায়ের, পক্ষে সদা, ধর্মেরই গায় গান !


লেখক :নাহিদা চৌধুরী