আমাদের দফা জনগণের ভোটের অধিকারের: মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল দুই দফা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপি বলছে- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর আওয়ামী লীগ চায় তাদের সরকারের অধীনে নির্বাচন। তবে আমরা এসবে নাই। আমাদের দফা হলো জনগণের ভোট দিতে পারার অধিকবৃহস্পতিবার বিকালে জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া বাজারে এলজিইডির সাড়ে চার কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে এ কথা বলেন মুজিবুল হক চুন্নু এমপ

এ সময় আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আপনারা এত গরিমা কইরেন না। বেডাগিরি কইরেন না। ক্ষমতা না থাকলে কিন্তু বেডাগিরি থাকত না। আপনারা সবাইকে নিয়ে আলোচনায় বসে একটা ফর্মুলা বের করেন। সরকারকে বলব- এক্ষেত্রে সরকারের দায়িত্ব বেশি।

এ সুধী সমাবেশে করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আছমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।