রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে একটি অত্যাধুনিক এস-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই রুশ পাইলট নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। প্রশিক্ষণের একপর্যায়ে দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে কোনো গোলাবারুদ ছিল না। দুর্ঘটনায় দুই পাইলট নি
কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাই এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। এটি ইউক্রেনীয় হামলায় বিধ্বস্ত হয়েছে কিনা জানা যায়নি।
এদিকে ক্রিমিয়া উপদ্বীপের কাছে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এর মধ্যে ২০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
আরআইএ।
মন্তব্য