আইফেল টাওয়ারে বোমাতঙ্ক

বিশ্বের সপ্তম আশ্চর্য হলো প্যারিসের আইফেল টাওয়ার। ১৮৮৭ সালের জানুয়ারিতে এটির নির্মাণ শুরু হয় এবং সম্পূর্ণ হয় দু-বছর পর ১৮৮৯ সালের ৩১ মার্চ। প্রতি বছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক আইফেল টাওয়ার দর্শন করতে আসেন। সেই আইফেল টাওয়ারে এবার বোমাতঙ্ক। বিএফএমটিভি জানিয়েছে, কর্তৃপক্ষ হুমকির মূল্যায়ন করার সময় টাওয়ারের তিনটি তলা, পাশাপাশি সামনের প্রাঙ্গণ খালি করে দেয়। 


অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিশ্বের সর্বোচ্চ এই টাওয়ার। বিএফএমটিভি অনুসারে, হুমকির মূল্যায়ন করার সাথে সাথে ডেমিনারদের একটি দলও সাইটে আসে। আইফেল টাওয়ার সংলগ্ন হোটেল, রেস্টুরেন্টও খালি করে তল্লাশি চালানো হয়। আইফেল টাওয়ারের অপারেটিং কোম্পানি SETE-এর একজন মুখপাত্র বলেছেন, এটি এই ধরনের পরিস্থিতিতে একটি স্বাভাবিক পদ্ধতি। যদিও এমন ঘটনা বিরল। তবে বোমাতঙ্ক কীভাবে ছড়াল, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তশেষ খবর পাওয়া পর্যন্ত, আইফেল টাওয়ার বা সংলগ্ন এলাকায় বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু মেলেনি। এটি এখন আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রায় ৭ মিলিয়ন মানুষ প্রতি বছর প্যারিসে আইফেল টাওয়ার দেখতে আসেন। স্মৃতিস্তম্ভটির দক্ষিণ স্তম্ভের পাদদেশে একটি পুলিশ স্টেশন রয়েছে, এর প্রাঙ্গণটি ভিডিও নজরদারির অধীনে রয়েছে। দর্শনার্থীদের প্রবেশের আগে নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। 

সূত্র : সিএনএন