মধ্যপ্রাচ্য ও ইউরোপে উদযাপিত হচ্ছে ঈদ

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন এসব দেশের মুসল্লিরা। আজ সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডাসহ ইউরোপিয়ান দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবে হজে অংশগ্রহণকারী প্রায় বিশ লাখের বেশি হাজি মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। মঙ্গলবার সকাল সকাল ৬টা ২৫ মিনিটে মক্কার হারাম শরিফ ও ৬টা ১৫ মিনিটে মদিনার মসজিদে নবাবীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুজদালিফায় উন্মক্ত মাঠে ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত কাটানোর পর আজ ফজরের নামাজ শেষে মিনায় ফিরেছেন হাজিরা। সেখানে আল-জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পর তারা মাথা মুণ্ডন করবেন। এরপর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দেবেন। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতা ও সরকার প্রধান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘ঈদুল আজহা- অর্থই হলো ত্যাগ। তাই আমার প্রত্যাশা কেবল কানাডা নয়; বরং বিশ্বের প্রত্যেক মুসলিম পবিত্র এই উৎসবে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠবেন।’ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘উৎসবের এই মুহূর্তে দেশবাসীকে বলব- তুরস্কের পতাকা, জাতীয় প্রতীক বা সার্বভৌমত্বের দিকে যারা আক্রমণ করবে, তাদের উপযুক্ত জবাব দেয়া হবে।’