ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গত ১৩ দিনে তিন হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই শিশু ও নারী। নিহতদের মধ্যে এক হাজার ৫২৫ শিশু এবং এক হাজার নারী। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।অন্যদিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া ইসরাইলের দক্ষিণাঞ্চল থেকে ২০০ জনের বেশি ইসরাইলিসহ বিভিন্ন দেশের নাগরিককে অপহরণ করে হামাসযোদ্ধারা গাজায় জিম্মি করে রেখেছেন বলে ইসরাইল দাবি করছে।এদিকে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া মধ্য গাজার একটি আবাসিক ভবন এবং একটি গির্জা প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরাইল। এতে আরও অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।
মন্তব্য