গাজায় রাতভর ইসরাইলি হামলা, নিহত ৫৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েশনিবার ইসরাইলি বাহিনী রাতভর গাজা উপত্যকায় হামলা চালায়। রোববার হামাসের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। এ হামলার বিষয়ে হামাসের প্রেস দপ্তর একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে— গাজা উপত্যকায় রাতভর ইসরাইলি বোমা হামলায় ৫৫ জনের বেশি ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আহাত হয়েছেন আরও অনেকবিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র শনিবার রাতে গাজায় হামলা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় হামলা জোরদার করে ইসরাইল। এ হামলায় গাজায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হঠাৎ হামলা চালায়। এর পর ইসরাইল বাহিনী নিয়মিত গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে। এ পযর্ন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলে হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ৪০০ জনের বেশি।