নামের গেরোয় স্পেনের রাজকন্যা

অনেকেই তাঁদের দীর্ঘ নাম নিয়ে বিড়ম্বনায় পড়েন। কিন্তু স্পেনের রয়্যাল বেবির ক্ষেত্রে সমস্যাটা বোধহয় আরো বেশি, কারণ রাজকন্যার নামে রয়েছে ১৫৭ টি অক্ষর। নামটি এত দীর্ঘ যে স্প্যানিশ ডিউককে বলা হয়েছে যে তিনি যদি তার মেয়ের নামটি স্প্যানিশ কর্তৃপক্ষের দ্বারা আইনিভাবে নিবন্ধিত করতে চান তবে তাকে সেটি অবশ্যই ছোট করতে হবে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসকে বলা হয়েছে তার নবজাতক কন্যার নাম ২৫ শব্দের নামটি পরিবর্তন করতে হবে। দ্য টেলিগ্রাফের মতে, ডিউক ফার্নান্দো ফিটজ-জেমস স্টুয়ার্ট তার মেয়ের নাম রাখতে চান ‘সোফিয়া ফার্নান্দা ডোলোরেস কায়েটানা তেরেসা অ্যাঞ্জেলা দে লা ক্রুজ মাইকেলা দেল সান্তিসিমো স্যাক্রামেন্টো দেল পারপেতুও সোকোরো দে লা সান্তিসিমা ত্রিনিদাদ ওয়াই দে টোডোস লস সান্তোস’।কর্মকর্তারা বলেছেন- রেজিস্ট্রেশনে, একাধিক হাইফেনেটেড নাম লিপিবদ্ধ করা যাবে না, বা দুটির বেশি সরল নাম রেকর্ড করা যাবে না। সূত্রের খবর, প্রয়াত ডাচেস অব অ্যালবা সহ রাজ পরিবারের বিভিন্ন সদস্য এবং সাধু-সন্তদের সম্মান জানাতে একরত্তি মেয়ের এই সুবিশাল নামকরণের কথা ভেবেছিলেন ডিউক ও ডাচেস। স্প্যানিশ সংবাদপত্র এল পাইস রিপোর্ট করেছে: "রাজকন্যার প্রথম নাম সোফিয়া, উদাহরণস্বরূপ, তার মা এবং দাদি সোফিয়া বারোসোর সম্মানে এবং দ্বিতীয়, ফার্নান্দা, তার বাবা ডিউক অফ হুয়েস্কারের প্রতি শ্রদ্ধা হিসাবে রাখা হয়েছে। 

এমনকি রাজকন্যার কাকা, ইরুজোর ফার্নান্দো মার্টিনেজ, সান ভিসেন্টে দেল বারকোর মারকুইস- এর নামও অন্তুর্ভক্ত আছে রাজকন্যার নামের মধ্যে।'' তাতেই বাধ সেধেছে স্পেন-সরকার। রাজকন্যার সুবিশাল নামকরণে সরকারি সম্মতি মেলেনি। নবজাতক শিশুরনামকরণ এই মাসের শুরুর দিকে সেভিলের ঐতিহাসিক কেন্দ্রে হয়েছিল, তবে এখন আইনি গেরোয় পড়ে সেই নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন রাজকন্যার বাবা- মা।

সূত্র: এনডিটিভি