গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩৪ সাংবাদিক

গত ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় অন্তত ৩৪ সাংবাদিক নিহত হয়েছেন। এক বিবৃতিতে নিহত সাংবাদিকদের নাম ও পরিচয় প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। টানা ২৩ দিন ধরে ফিলিস্তিনের এই ছোট এলাকাটি ইসরাইলের ভয়াবহ হামলার মধ্যে রয়েছে।

আনাদলু জানিয়েছে, নিহত সাংবাদিকদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। এছাড়া বহু সাংবাদিক ইসরাইলি হামলায় তাদের পরিবার হারিয়েছেন। গত ২৫শে অক্টোবর গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এক হামলায় আল-জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুহ তার পরিবারের সকল সদস্যকে হারান। এছাড়া ইসরাইলের হামলায় লেবাননের এক সাংবাদিকও নিহত হয়েছেন।