লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী অধ্যক্ষ ডক্টর মো. শাহজাহান আলম সাজু বিজয়ী হয়েছেন। দুই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া আসন দুটিতে রোববার নির্বাচন অনুষ্ঠিলক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।
এই আসনে নির্বাচনে আরও অংশ নিয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির সামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ (আম)। এর মধ্যে দুপুর সোয়া ২টার দিকে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ও বের করে দেওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী ভোট বর্জন করেন। নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ৩৮৪৬, গোলাপ ফুল ২১২৬ ও আম ৫১৩ ভোট পেয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্য পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা।আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-২ এর উপনির্বাচনে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৪২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৭৩৯ ভোট।
মন্তব্য