ব্যাপক গ্রেপ্তারে উদ্বেগ জাতিসংঘের

বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক পরিমাণ নেতাকর্মীকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নির্বাচন কমিশনের সংলাপে ৪ঠা নভেম্বরে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন দাবি করছে- একজন সাংবাদিকের এমন প্রশ্নের প্রেক্ষিতে দেশে ব্যাপকহারে গ্রেপ্তারের বিষয়ে সোমবার এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। একই সঙ্গে তিনি আগের মতোই আবারও বলেন, আপনাকে বলতে পারি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু, সহিংসতামুক্ত নির্বাচন আমরা খুব বেশি প্রত্যাশা করি। বিএনপি সংলাপে অংশ নেয়নি- এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে বিস্তারিত নেই। কেন একটি দল সংলাপে অংশ নেয়নি, তা আমি বলতে পারবো না। ওই একই সাংবাদিক গাজায় ইসরাইলি হামলা নিয়ে প্রশ্ন করেন। বলেন, অনেকেই বলছেন আলোচনা প্রক্রিয়ার কথা বলা মানেই হলো সময়ক্ষেপণের অজুহাত। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের সামনে কি অন্য কোনো কার্যকর উপায় আছে? এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, এটা নির্ভর করে যে- আপনি জাতিসংঘের কোন অংশের সঙ্গে কথা বলছেন তার ওপর। আমি মনে করি এই সংগঠনের কোনো কোনো অঙ্গসংগঠন আরও বেশি কিছু করতে পারে সম্ভবত।