সরকারের পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের প্রথম দিন আজ। অবরোধের সমর্থনে সকালে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম কফিলউদ্দিন আহম্মেদ ,মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ নেতাকর্মীরা।
মন্তব্য