বিএনপি’র প্রত্যাখ্যান অবরোধের পর হরতাল আসছে

নির্বাচন কমিশন ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি, জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট। এ ছাড়া ইসলামী আন্দোলন ও বাম রাজনৈতিক জোট একতরফা নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম রাজনৈতিক জোট। বৃহস্পতিবার জেলা ও মহানগরে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ৩৮টি দলের মধ্যে লেবার পার্টি আগামী রোববার ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। এ ব্যাপারে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান মানবজমিনকে বলেছেন, বিএনপি’র পক্ষ থেকে নির্দেশনা পেয়েই তিনি হরতালের ঘোষণা দিয়েছেন। তফসিল ঘোষণার পর বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফসিল প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন। তবে তিনি কোনো কর্মসূচি ঘোষণা করেননি। দলীয় সূত্র জানিয়েছে চলমান ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে শুক্রবার সকাল ৬টায়। বৃহস্পতিবার বিকালে তফসিলের প্রতিবাদে আগামী রোববার ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল দিতে পাওদিকে তফসিলের প্রতিবাদে তাৎক্ষণিক রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।