রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই তলা বিআরটিসি বাসটি যখন আব্দুল্লাহপুর ইউটার্ন নিতে যাচ্ছিল, তখনই কে বা কারা যেন আগুন ধরিয়ে দেয়। দ্রুত স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনও হতাহতের খবর নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি কে বা কারা এ ঘটনা ঘটালো।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হন বাসের চালক ও তার সহযোগী।
মন্তব্য