গাজায় ইসরাইল যা করছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। এর বিরুদ্ধে চুপ থাকতে পারে না তুরস্ক। এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগকপ-২৮ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পথে এরদোগান বলেন, গণহত্যার শিকার হিসেবে পরিচিত ইসরাইলি কর্মকর্তারা এখন তাদের পূর্বপুরুষদের হত্যাকারীতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, গাজার ভবিষ্যৎ কী হবে তা হামাস ঠিক করবে। অন্য কেউ না।
এদিকে সাতদিনের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে হামলা ও গ্রেফতার অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। শনিবার পশ্চিম তীর থেকে সন্দেহভাজন সাত ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরাইল। এর মধ্যে নাবলুসের ৫ জন, বিদ্যা গ্রামের একজন ও ফার সাবার গ্রামের একজন রয়েছেন।
এদিকে গতকাল ইসরাইলে হিজবুল্লাহর হামলার পর এবার হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে হত্যা করেছে ইসরাইল। দেশটির সরকারের মুখপাত্র জানিয়েছে, ইসরাইলে হামলার প্রতিবাদে আমরা হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে হত্যা করেছি।
এ সময় তিনি আরও জানান, হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরাইল। তাদের বর্বরতায় এখন পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।
মন্তব্য