নাইজেরিয়ার সামরিক বাহিনীর এক ‘ভুল’ হামলায় অন্তত ৮৫ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মূলত বিদ্রোহীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালাতে চেয়েছিল দেশটির সামরিক বাহিনী। তবে সেই হামলা বেসামরিকদের একটি ধর্মীয় উৎসবে গিয়ে চালানআলজাজিরার মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, সোমবার এই তথ্য জানিয়েছে নাইজেরিয়া কর্তৃপক্ষ
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নাইজেরিয়ার কাদুনা প্রদেশের ইগাবি কাউন্সিল এলাকার তুদুনবিরি গ্রামে চালানো এ ড্রোন হামলাটি চালানো হয়। হামলার আগে সেখানকার স্থানীয় মুসলিমরা হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিন পালনের উদ্দেশ্যে জমায়েত হয়েছিলেন।
কাদুনার গভর্নর উবা সানি বলেন, বেসামরিক নাগরিকরা ভুলক্রমে হামলার শিকার হয়েছেন। সেখানে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।।
মন্তব্য