অবরোধ শুরু, রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে এবং বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির এগার দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছে দলের নেতাকর্মীরা। আজ সকাল ৭টার দিকে বাংলা মোটর থেকে মিছিল শুরু করে কারওয়ান বাজার সোনারগাঁও মোড়ে এসে মিছিলটি শেষ করেন তারা। এসময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ শরীফুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য এ.এস.এম. জাহিদ সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাহবুব মিয়া, রাফিজুল হাই রাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আউয়াল, এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, আজিজুল হক জিয়ন, মিনহাজুল আবেদীন নান্নু, আরিফুর রহমান আমিন, পপি আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, জাকারিয়া হোসেন ইমন, দুলাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মাকসুদা মনি, আনিচুর রহমান খান, শারমিন সুলতানা রুমা, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ূন হাবিব হিরন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, প্যাব সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, খসরু আহমেদ হিরন, শাহবাগ যুবদল নেতা নুরুল ইসলাম, সুলতান, ঘিওর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বিল্টু খান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ডাঃ জিসান, উপস্থিত রমনা থানা ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর পূর্বের ছাত্রনেতা রাসেল হোসাইন, মাহমুদুল ইসলাম তুফান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেত্রী জুবাইদা ইসলাম জেরিন, মিরাজ হোসেন, রাকিব, আব্দুর রব সিয়াম, ফজলে রাব্বি, অর্ক, আরিফ, ফরিদপুর রাজেন্দ্র কলেজের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য জাকির হোসেন, হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন, বরিশাল আগৈলঝড়ার যুগ্ম আহ্বায়ক এসেন্ট রায়, মোঃ নাসির মিজি, ফরহাদ-সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, হামলা করে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবি সাজা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। বাংলাদেশের জনগণ ভাগাভাগি ও পাতানোর নির্বাচন হতে দেবে না। তিনি বলেন,গায়েবি মামলা দিচ্ছে পুলিশ, স্বাক্ষীও দিচ্ছে পুলিশ আর প্রহসনের বিচারের নামে তড়িঘড়ি করে রায় দিচ্ছেন দলীয় চেতনায় সাজানো কিছু বিচারক। সরকার নির্দেশিত রায় পাঠ করছেন তারা। এ ধরণের প্রহসনের রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে ।