মন্ত্রিসভার শপথ, নয়া চ্যালেঞ্জ

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ
শপথ গ্রহণ।

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। দায়িত্ব বণ্টন করা হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের। বিরোধী দলগুলোর বর্জনের মধ্যদিয়ে হওয়া নির্বাচনের পর বড় চ্যালেঞ্জ সামনে রেখে পথচলা শুরু করছে নতুন সরকার। অর্থনৈতিক সংকট মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও বৈদেশিক সম্পর্ক উন্নয়নের বিষয় নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। 

গতকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে শেখ হাসিনা প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছ থেকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন।

প্রধানমন্ত্রী শপথ নেয়ার পর প্রেসিডেন্ট তাকে অভিনন্দন জানান। এরপর নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী পর্যায়ক্রমে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে সরকার প্রধানের এক পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা এবং অন্য পাশে প্রেসিডেন্টের স্ত্রী রেবেকা সুলতানা।