লন্ডনে গুলিতে একজন মহিলা সহ তিনজন আহত হয়েছেন। ১৪ই জানুয়ারি রোবরাব ভোর ৫টায় ব্রিক্সটন এলাকার কোল্ডারবার লেনের রাথগড় রোড, SW9-এ এই সহিংস ঘটনা ঘটে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ বলেছে আহত পুরুষদের কোনো আঘাতই প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে না। তবে গুলিবিদ্ধ মহিলার অবস্থা আশঙ্কাজনক।ঘটনাস্থল থেকে পুলিশ ভয়ঙ্কর একটি ছুরি উদ্ধার করেছে তবে এটি ভয়াবহতার সাথে জড়িত কিনা তা স্পষ্ট নয়। মেট পুলিশ এপর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। কোন বিশৃঙ্খলার কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে পুলিশের কাছে এখনো তা স্পষ্ট নয় তবে ঘটনার মূল রহস্য দ্রুত উদ্ঘাটন করতে কাজ করছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তদন্তের স্বার্থে আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মন্তব্য