স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, শিশু আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে সে ব্যাপারে তদন্ত করতে প্রয়োজনীয় নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সংবর্ধনায় এ কথা জানানএ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কিছু চাওয়া নেই। আমি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাবো। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে দেশের চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান তিনিতাছাড়া দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।।
মন্তব্য