রোহিঙ্গা সংকট আরও ভালোভাবে সামলানো যেত: সু চি

আন্তর্জাতিক ডেস্ক :রাখাইনের রোহিঙ্গা সংকটকে 'আরও ভালোভাবে সামলানো যেত' বলে মনে করেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে তিনি এ মন্তব্য করেন বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটের পাশাপাশি মিয়ানমারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দণ্ডিত বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক প্রসঙ্গেও কথা বলেন সু চি।