ভারতে ট্রেন দূর্ঘটনায় নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন অর্ধশতাধিক।আহত হয়েছেন অন্তত ৫০০। শুক্রবার (১৯ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রেল লাইনের পাশে রাবন বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, বহু মানুষ রেল লাইনের উপর উঠে অনুষ্ঠান দেখছিল। রাবনের কুশপুত্তলিকায় আগুন দেওয়া মাত্র বাজির শব্দে কোনও আওয়াজ শোনা যাচ্ছিল না। ওই সময় ট্রেন চলে আসায় পিষে যায় অনেকে। সেখানে তখন ৭০০ মত মানুষ ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএননএস।